‘সব মাটি দখল করছে কবর আর চিতা কোথায় দাঁড়াবে তবে, সামান্য কবিতা?’ চিরকালীন অথচ অতি প্রাসঙ্গিক এই প্রশ্নের সামনে পাঠককে দাঁড় করিয়েছেন শ্রীজাত, একের পর এক টানটান কবিতায়। ঢাকার রাজপথে ব্লগার অভিজিৎ রায়ের হত্যার পরপরই শ্রীজাত কবিতায় কলম ধরেছিলেন। কিন্তু সে কেবল একটিমাত্র ঘটনার প্রতিক্রিয়া হয়ে থেমে থাকেনি। পৃথিবীর সমস্তরকম ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিপরীতে প্রতিবাদের ধারা হয়ে বইতে শুরু করে তাঁর ‘অন্ধকার লেখাগুচ্ছ’। ফেসবুক-এর পাতা থেকে, প্রত্যেকদিন, আঞ্চলিক সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে তাঁর পয়ারে বাঁধা চতুর্দশপদী কবিতারা, যারা অগণিত মানুষের মনের, মুখের কথা হয়ে উঠেছে নিমেষেই। তাই গ্রন্থাকারে প্রকাশের আগেই এই কবিতাগুচ্ছ পাঠকের দরবারে সমাদৃত। তবু অপেক্ষা ছিল পাঠকমহলে, কবে মলাটবন্দি হবে ‘অন্ধকার লেখাগুচ্ছ’। সেই অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে শ্রীজাত’র এই কাব্যগ্রন্থে ধরা রইল পঞ্চাশটি কবিতার এক সাহসী প্রবাহ, যা আসলে অন্ধকার থেকে আলোর দিকেই বয়ে চলে।