ভিন্ন স্বাদের একগুচ্ছ ভ্রমণকাহিনির সংকলন ‘অরণ্যের দিবারাত্রি’। যেসব বন্যপ্রাণী, অরণ্য, সমুদ্র বা দেশের কথা সাধারণত দূরদর্শনের পর্দাতেই আমরা পাই— যেমন আর্মাডিলো, অ্যান্টইটারের সঙ্গে আমাজনে মোলাকাত, বোর্নিওর জঙ্গলে ওরাং-উটান বা র্যার্ফ্লেসিয়া ফুল দর্শন, স্যহ্যাদো অঞ্চলে জাগুয়ারের পরিচর্যা আর তার ছানাকে কোলে নিয়ে আদর, প্যাটাগনিয়ায় সীল- ডলফিন-পেঙ্গুইনের আখড়া, গ্রেট ব্যারিয়ার রিফে সাঁতার, পান্তানালের গাছে নীল ম্যাকাও, ছিপ খেলিয়ে পিরানহা মাছ ধরা, কচুরিপানার ডোবায় কুমিরছানা— এই গ্রন্থে সেসবের সরস বর্ণনা। সঙ্গে ভিনদেশি অধিবাসীদের আচার-সংস্কৃতির সঙ্গে পরিচয়ের দুর্লভ অভিজ্ঞতা। একদিকে মাসাইগ্রামের জীবনযাত্রার ঝলক, পাপুয়া নিউগিনির মিয়োকো দ্বীপের বাসিন্দাদের আন্তরিকতা, আবার পৃথিবীর অন্যপ্রান্তে তারিরি লজে এক চিলি পরিবারের উষ্ণ আতিথেয়তা। ভ্রমণপিপাসু পাঠকের জন্য এই গ্রন্থ মূল্যবান উপহার নিঃসন্দেহে।