ছোটগল্পে সকলের আগে, সবচেয়ে কাছে যাকে দেখি, সে মানুষ । তারপর প্রকৃতি ও পরিবেশ | গল্পের অনিঃশেষ মানুষদের একটি পরিচয় তার অস্তরঙ্গে মন-প্রাণে । আর অনাটি বহিরঙ্গে_-ভৌগোলিক সীমানায় । এই গ্রন্থের প্রতিটি
গল্প সেই স্থানিক মানুষের আত্মিক কাহিনী শহর থেকে অদূরে অথবা দূরে যে-গ্রাম ও মফস্বল আছে, সেখানকার নের নানা বৈচিত্র, রকমারি দিকচিহ্ন যখন গল্পের জগতে বিশ্বাসে উঠে আসে, তখন আমাদের প্রাপ্তি অন্যতর শীর্ষদেশ ছুঁয়ে যায় । শহরের শৃঙ্খলিত ঘেরাটোপে বসে আপন করে পাওয়ার আকাঙক্ষায় হৃদয় উদ্বেল হয়ে ওঠে । আঁধারমানিক একটি গ্রামের নাম | তেমনই আপুর, ভোজের হাট, গঙ্গাধরপুর, ফলসানগর | অন্যদিকে মফমল তমলুক, উসুমপুর, শুকসনাতনতলা | এখানকার অনামা। চরিত্রদের নিয়ে এক-একটি গল্প | তাদের সুখ ও সময়ের গল্প । স্থাননামে কাহিনীগুলি চিহ্নিত স্থানিক পরিচয়ে গণ্ডিবদ্ধ নয় | বরং ঘটনাসূত্রে শহরের সঙ্গে কাহিনীর সংযোগ-সেতু রচিত হয়েছে। হর্ষ দত্তের প্রত্যক্ষবীক্ষণে প্রতিটি গল্প, কল্পনার অনুভূমিতে চিরন্তন ছবি ।