আরেকটু সতর্ক হলে দুর্ঘটনা এড়াতে পারতেন ওসমান সাহেব।
ঠিক তার না। সতর্ক হওয়া উচিত ছিল তার ড্রাইভারের।
ড্রাইভার মজিদ এমনিতে ভালো। আগে মিনিবাস চালাতো। কিছুদন যাবত ওসমান সাহেবের প্রাইভেট চালাচ্ছে।
ওসমান সাহেব তাকে বলেছিল।
মানুষের হয় উন্নতি। বাস থেকে ট্রাকে ওঠে। তুমি বাস থেকে প্রাইভেটে নামলে যে?
এইটা স্যার আমার প্রাইভেট মানুষের চাওয়া।
প্রাইভেট মানুষ!
হ। আমার পরিবার চায়না বাস চালাই। কয়, বাস খুব ডেইনজার। আমিও ভাইব্বা দেখলাম, লাইফের তো কোনও জীবন বীমা নাই। তাই ছাইড়া দিছি।
মজিদ অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং রয়ে গেছে।
সে যে এখন বাস না, প্রাইভেট কার চালায় মাঝে মাঝে সে হুঁশ থাকে না। বিশেষ করে যখন রাস্তা-ঘাট ফাঁকা থাকে।
আজকের দুর্ঘটনাও একদম ফাঁকা রাস্তায়। শুকনো মাটিতে উস্টা খাওয়ার মত।
ওভারটেক করা নিয়ে শুরু।
নিয়ন্ত্রন হারিয়ে গাড়ি খাদে পড়ে।
ওসমান সাহেবের গাড়ি পড়েছে ছাদে।
গাড়ি ছিল ফ্লাইওভারের ওপর। সেখান থেকে একদম পাশের দোতলা বাড়ির ছাদে। ছাদে শক্ত রেলিং ছিল বলে আর নিচে নামতে হয়নি।
এরপর ঘটনা গড়িয়েছে অনেক দূর পর্যন্ত।