Authors:
নজরুল ইসলাম নঈম
নজরুল ইসলাম নঈম।
বাবা মোহাঃ রাজা মিয়া ভূঁইয়া, মা রহিমুননেছা বেগম। জন্ম: ১৯৬৮ সালের ২৩ ডিসেম্বর পুরনো ঢাকার গেণ্ডারিয়ায়।
ছড়া দিয়ে লেখালেখির যাত্রা শুরু করলেও সাহিত্যের নানা শাখায় রয়েছে তার অবাধ বিচরণ।
এদেশের পত্র-পত্রিকায় নজরুল ইসলাম নঈম নিজের অবস্থান সুদৃঢ় করেছেন অনেক আগেই। ছড়া, গল্প এবং মণীষীদের জীবনী লেখার পাশাপাশি আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অসংখ্য বিশ্লেষণধর্মী প্রবন্ধ, নিবন্ধ ও কলাম লিখছেন।
গতানুগতিক ধারাকে ভেঙ্গে আমাদের দেশে শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে যারা ভিন্নমাত্রায় কাজ করতে চান তাদের মধ্যে অন্যতম হলেন নঈম। তার মেধা আর শৈল্পিকতার মেলবন্ধনে ইতোমধ্যেই তার হাত দিয়ে বেরিয়ে এসেছে- বিশ্বখ্যাত অবৈধ সন্তান, বড়নামের মানুষ, ছদ্মনামে বিখ্যাত যারা, আমাদের শিল্পী হাশেম খান এবং সমকথা-এর মতো ভিন্নধারার জীবনীগ্রন্থসমূহ।
সম্পাদনা করেছেন- নিজেকে নিয়ে ছড়া, আমি তোমাদেরই লোক, বিজয় ’৭১, দেখা থেকে লেখা, নিঝুম, ছড়ায় শত ব্যক্তিত্ব।
বেরিয়েছে শিশুদের গল্পের বই- বই লিখে রাজা হব এবং হাতি দিল দৌড়।
স্ত্রী: নিশাত জাহান নূপুর। কন্যা, নুশফাত নঈম নিঝুম এবং পুত্র নাঈমুল ইসলাম নাবিল’কে নিয়ে তার সংসার।