উনিশ শতক থেকে বাঙালি মুসলমানের চিন্তা-চেতনা ও ভাবসংঘাতের পরিচয় রয়েছে এই বইয়ের প্রবন্ধগুলোতে। বস্ত্ততপক্ষে, গোড়া থেকেই বাঙালি মুসলমান-সমাজে রক্ষণশীলতার পাশাপাশি আত্মানুসন্ধান ও আত্মাবিষ্কারের একটি প্রয়াস চালু ছিল। পাশ্চাত্য শিক্ষা তথা জ্ঞান-বিজ্ঞানের প্রভাব যাকে নতুন নতুন জিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করিয়েছে, পৌঁছে দিয়েছে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে এক ভিন্নতর উপলব্ধিতে। এই সচেতনতার পথ বেয়ে ইতিহাসের অনেক চড়াই-উতরাই ও বাঁক পেরিয়ে সম্ভাবিত হয়েছে আজকের এই বাংলাদেশ নামক জাতি-রাষ্ট্রটি। অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদ দীর্ঘদিন ধরে বাঙালি মুসলমানের ভাবজগৎ, তার প্রগতিমুখিতা ও পিছুটান নিয়ে গবেষণা ও লেখালেখি করে আসছেন। তাঁর সে তীক্ষ্ণ পর্যবেক্ষণশীল ও মননঋদ্ধ রচনাসম্ভার থেকেই বাছাই করা প্রবন্ধ নিয়ে এই বই পরিকল্পিত হয়েছে, প্রগতিমনা ও গণতন্ত্রে বিশ্বাসী পাঠকমাত্রেরই চিন্তা-চেতনাকে যা শাণিত ও সমৃদ্ধ করবে বলে আমাদের প্রত্যাশা।