ইলম ও আমলের সমন্বিত বিচারে দারুল উলুম দেওবন্দ বর্তমান বিশ্বে সর্বশ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। হযরাতুল উসতাদ মুফতী সাঈদ আহমদ পালনপুরী এর শাইখুল হাদীস। জ্ঞান ও ব্যক্তিত্বের স্বীকৃতির জন্যে এরচে' বড় কোন পরিচয় এই মুহূর্তে আমাদের হাতে নেই। তিনি একজন স্বভাবজাত গবেষক। যে কোন তথ্য ও তত্ত্বকে বাজিয়ে দেখাটা তাঁর চরিত্র। বলার স্টাইল নিজস্ব। তাঁর সম্পর্কে তাঁর পরিচিত মহলে একটা কথা চালু আছে। তিনি চাইলেও ‘আউলা কথা বলতে পারেন না। যা ভাবেন এবং বলতে চান তা সুবিন্যস্ত হয়েই তাঁর কণ্ঠস্থ হয়। তাঁর বলার ভাষাও অনেকটা কেতাবি।
সব মিলিয়ে তাঁর আলােচনা পরিকল্পিত রচনার মত- সরল বিন্যস্ত তথ্যনিষ্ঠ যুক্তিনির্ভর এবং সুনির্দিষ্ট বিষয়-ঘনিষ্ঠ। এ কারণেই বিদ্বান-সমাজ তাঁর আলােচনায় মুগ্ধ না হয়ে পারেন না। বক্ষ্যমাণ গ্রন্থটি তাঁর সে জ্ঞানদগ্ধ মুগ্ধকর আলােচনারই লিখিত রূপ।
আলােচনাগুলাে অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে এবং সেখানে অবস্থানরত তাঁর ভক্তদের আমন্ত্রণে রমযান মাসের বরকতময় সময়ে। ক্যাসেটে ধারণকৃত এই মূল্যবান ধনরত্ন গ্রন্থনা করেছেন তাঁরই যােগ্যপুত্র মাওলানা মুফতী মুহাম্মদ সাঈদ- উসতাদ, জামিয়াতুল ইমাম আনওয়ার শাহ, দেওবন্দ। এটা প্রথম খণ্ড। আমরা আশায় আছি, অন্য খণ্ডগুলােও শীঘ্রই পড়ার সুযােগ পাব। আর অনুবাদেরও আশা আছে ইনশাআল্লাহ!