শহর মানেই বিচিত্র। বিচিত্র তো বটেই আজব শহরও ঢাকা। ঢাকা শহরের খপ্পরে পড়ে অনেকে হয় সর্বস্বান্ত। আবার অনেকে হয় কোটিপতি। এখানে কোটি টাকা দামের গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলে আট হাজার টাকার রিকশা। সকালে ফকির বিকেলে আমির গল্পটার বাস্তুভিটা এই শহর ঢাকা। ঢাকা শহরের বাসিন্দা ঔপন্যাসিক ও কবি মোশাররফ হোসেন ভূঞা। আজব শহরের আজব চিড়িয়া তিনি। নইলে ঢাকা শহরের আদ্যোপান্ত নিয়ে একটা নয়, দুইটা নয় বাহাত্তরটি পদ্য লেখেন! লেখার ক্ষমতা আর সাহস আছে বটে!
প্রতিটি পদ্য স্বাদে স্বতন্ত্র, ব্যঞ্জনে অনন্য, গড়নে ছয় লাইনে, পড়নে ঝাল টক চানাচুর। অনুভবে ঢাকার যানজট, চাঁদাবাজি, মশা, বাজার, ঠেলাঅলা, কোচওয়ান, শ্রমিক, ভূমিকম্প, জলে ভাসা ঢাকা, সিসামুক্ত ঢাকা, মিষ্টি বাহার, ফ্ল্যাটবাড়ি, নগর জীবন, শহরের ইষ্টি, ঢাকাই খাবার, ঢাকার মাছি, মলমপাট্টি, অজ্ঞান পাট্টি, টোকাই, ডাস্টবিন, হিজড়া, ভিক্ষুক-আর কত জানাব? বাকি বিচিত্র পদ্যসম্ভার পাবেন বইয়ে, এই শহরের পদ্যে।