নির্মলেন্দু গুণের কিছু কথা
রাজনৈতিকভাবে বাংলা ভাগ হলেও সাহিত্য ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রে এপার ওপার দুই পারেই একটা অভিন্নতা দেখা যায়। তার কারণ পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হলেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ভাষা একই এবং হাজার হাজার বছর অখ- থাকার কারণে এই দুই ভূখ-ের জনগোষ্ঠীই একটি অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে চলেছে। হাজার বছরের অভিন্নতা মাত্র পঁচাত্তর বছরের বিচ্ছিন্নতা দ্বারা বিনষ্ট হওয়ার নয়।
কবিতাচর্চার ক্ষেত্রে দুই পারের কবিদের মধ্যেও সেই অভিন্নতার ছাপ দেখতে পাই। এই অসাম্প্রদায়িক অভিন্ন মানবতাবাদী কাব্যধারাকে উৎসাহিত বা নিরুৎসাহিত না করে তাকে তার নিজস্ব গতিতে প্রবাহিত হতে দেওয়াটাই শ্রেয় মনে করি।
গতবছর সাদেক সরওয়ার সম্পাদিত কবিতায় এপার ওপার কাব্যসংকলনে দুই বাংলার মোট ৩৫ জন উদীয়মান কবির কবিতা স্থান পেয়েছিল। তারই ধারাবাহিকতায় এবারও দুই বাংলার ৫০ জন উদীয়মান কবিদের নিয়ে কবিতায় এপার ওপার-২ প্রকাশিত হয়েছে। এই সংকলনটিতেও প্রতিটি কবিতায় ভিন্নতা বা নতুনত্ব রয়েছে।
আশা করি এই কাব্যসংকলনটিও দুই পারের কাব্যপাঠকদের কাছে একটা গুরুত্বপূর্ণ মানবিক দলিল হিসেবে বিবেচিত হবে।
0 review for কবিতায় এপার ওপার-২