ছোটগল্পের স্বতন্ত্র জাদুকর জ্যোতিরিন্দ্র নন্দী স্রোতে গা-ভাসানো লেখক ছিলেন না কোনওদিনই। জীবনের ‘হ্যাঁ’ এবং ‘না’-কে গভীর নির্লিপ্ততায় অনুভবের কারণে তিনি প্রকৃতপক্ষে এক নিঃসঙ্গ স্রষ্টা। বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির লক্ষ্যে জ্যোতিরিন্দ্র অচ্ছ্যুৎ বলে আড়াল করেননি কোনও বিষয়। মনোবিশ্লেষণে উন্মোচন করেছেন চরিত্রের অতল। যৌনতা, আদিমতা, নিষ্ঠুরতা— মানুষের এইসব প্রবল বাসনার পাশে তিনি রেখেছেন সর্বশক্তিমান প্রকৃতিকে। ছকে-বাঁধা গল্প লেখেননি। বরং গল্পকে আয়োজন করেছেন মাত্র। অপেক্ষা করেছেন তীব্রতম মুহূর্তে কখন সে ঝলসে ওঠে অমোঘ। মননে ঘূর্ণি-তোলা সেইসব গল্প কালের বিচারে আজ বাংলা সাহিত্যের সম্পদ। প্রকাশিত হল জ্যোতিরিন্দ্র নন্দীর ‘গল্পসমগ্র’ প্রথম খণ্ড। খেলনা, শালিক কি চড়ুই, চার ইয়ার, বন্ধুপত্নী, ট্যাক্সিওয়ালা, বনানীর প্রেম, প্রিয় অপ্রিয়, পার্বতীপুরের বিকেল, মহীয়সী, পতঙ্গ, খালপোল ও টিনের ঘরের চিত্রকর— এই এগারোটি গল্পগ্রন্থের ৭৫টি গল্প সংকলিত হল এই খণ্ডে। প্রতিটি গল্পেরই আছে অনন্য আস্বাদ।