গ্রিক ঐতিহাসিকেরা চিহ্নিত করেন গঙ্গা-পদ্মার অববাহিকায় বিস্তৃত এক সুপ্রাচীন উন্নত সভ্যতা ও বিশ্বজোড়া প্রভাবশালী এক বাণিজ্য অঞ্চল। তার মধ্যে বিরাজ করত রহস্যঘেরা বাণিজ্যনগরী ‘চন্দ্রকেতুগড়’। যুগে যুগে ভারতীয় সভ্যতার প্রভাব জগৎকে প্লাবিত করেছে। পরবর্তীকালে পারস্য-খোরাসান অঞ্চলের সুবিখ্যাত ভূপর্যটক আলবেরুনি এক অজানা আকর্ষণে এই অঞ্চল অবধি চলে আসেন। তঁার ভাষায় ‘গঙ্গাসায়র’!এই গঙ্গাহৃদয়ের পূর্বভাগে আই.আই.টি খড়্গপুরের রহস্য-রোমাঞ্চপিপাসু ‘সন্ধি’র দল অবশেষে এসে পৌঁছল সুদূর আরবদেশে এক বিচিত্র ও সংঘর্ষময় অভিজ্ঞতার পর। এই দল খুঁজে পেল আশ্চর্য কিছু ঘটনা আর তথ্য-প্রমাণ। ‘Fall of Granada’(গ্রানাডার পতন, ১৪৯২ খ্রিস্টাব্দ)-র পরে পশ্চিম ইউরোপ তথা আমেরিকার নান্দনিক ও শিল্প বিপ্লবের যে সূচনা হয়েছিল, তার সম্পূর্ণ পুনর্মূল্যায়ন হল। এ যেন ইতিহাসের উৎসের নব উন্মোচন। এই নিয়ে এক সত্যনিষ্ঠ ও রোমাঞ্চকর ঐতিহাসিক কাহিনি ‘চন্দ্রকেতুগড়ে আলবেরুনি’।