সেবারে ছিল মিশর। এবারে আফ্রিকার গহন অরণ্য। সন্তু আর কাকাবাবুর অ্যাডভেনচার-কাহিনীতে ক্রমশ বাড়ছে পরিধি, আর সেইসঙ্গে বাড়ছে আকর্ষণ। এই নতুন উপন্যাস, ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’, তো অসামান্য এক ভ্রমণকাহিনী। উপরি-পাওনা হল, মৃত্যুর মুখোমুখি অবস্থায় পৌঁছে-যাওয়া সন্তু কাকাবাবুর নিঃশ্বাস-থামিয়ে-দেওয়া দুর্ধর্ষ অভিজ্ঞতার গল্প। কথায় বলে, ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে। তা, কাকাবাবুর অবস্থাও তাই। কোথায় নাইরোবির ন্যাশানাল পার্কে সন্তুকে নিয়ে ঘুরবেন, কোথায় মাসাইমারার গভীর জঙ্গলে তাঁবু দিয়ে তৈরি হোটেলে থেকে উপভোগ করবেন তাঁবুর গায়ে যাবতীয় হিংস্র বন্য জন্তুর নিঃশ্বাস-প্রশ্বাস, তা নয়, নাইরোবিতে পা দিতে না-দিতেই হুমকি : এক্ষুনি ফিরে যাও। কিন্তু যাও বললেই তো ফিরে যাবার মানুষ নন সাহসী, জেদী, কাকাবাবু। তাই তিনি থেকেই গেলেন—শেষ দেখবেন বলে। সেই শেষ দেখার পরিণাম যে কত ভয়াবহ আর কত রোমহর্ষক, তাই নিয়েই সুনীল গঙ্গোপাধ্যায়ের কুশলী কলমে এই দুর্দান্ত উপন্যাস।