ক্ষুদে গোয়েন্দা গোগোলের এই ভিন্নস্বাদ অ্যাডভেঞ্চার-কাহিনীতে রহস্য আর রোমাঞ্চ এমন অদ্ভুত একাত্ম হয়ে মিশে গিয়েছে যে আলাদা করে চিহ্নিত করা দুষ্কর। এ-কাহিনীতে একইসঙ্গে তিন-তিনটি খুনের নায়ককে শনাক্ত করে পুলিশের হাতে তুলে-দেওয়া নিয়ে যেমন রহস্য-গল্পের দুরন্ত আমেজ, পাশাপাশি এক গভীর জঙ্গলে শিকার নিয়ে রোমহর্ষক অভিজ্ঞতার এক অনবদ্য বর্ণনা। যে সে জঙ্গল তো নয়, এমন এক জঙ্গল, যেখানে মানুষের বেশে ঘুরে বেড়ায় নররাক্ষস, ঘাড় মটকে মানুষ খুন করে ভূতপ্রেত, বন্দুকের গুলির চেয়েও ক্ষিপ্রতম গতিতে শিকারের গায়ে এসে লাগে বিষ-মেশানো তীরের ফলা। এমন এক জঙ্গলমহলেই সেবার গিয়েছিল গোগোল। আর ঘটনাচক্রে চোখের সামনেই সংঘটিত হতে দেখেছিল মানুষ-খুনের এক নৃশংস দৃশ্য। খুনের প্রত্যক্ষ সাক্ষী গোগোলকে ধরতেও তক্ষুণি তেড়ে আসে সেই হত্যাকারী। সে এক সাংঘাতিক উত্তেজনা-উদ্বেল পরিস্থিতি। আর এই পরিস্থিতিতেই এই অসামান্য উপন্যাস।