রূপকথা, লোককথা ও নীতিকথার জগতে বর্ণময় চরিত্র হয়ে আছে আমাদের প্রতিবেশী জীবজগৎ। মাছ, কচ্ছপ, বক, কাক, ইদুর, হনুমান, বাঘ, সিংহ, সাপ, শেয়ালদের নানা গল্প কতকাল ধরে আমাদের চেনা। কেবলমাত্র মজা বা মুগ্ধতাই প্রাপ্তি নয়, এইসব গল্প মানুষকে প্রকৃত জীবনের বার্তা পাঠায়। হিতোপদেশের গল্পে এক মুনি একটি ইঁদুরকে অন্যদের হাত থেকে বাঁচাতে পর্যায়ক্রমে বিড়াল, কুকুর ও বাঘ বানিয়ে দেন। সেই বাঘ একদিন মুনিকেই আক্রমণ করতে উদ্যত হলে তিনি মন্ত্রবলে বাঘকে আবার ইঁদুর করে দিলেন। গল্পটির মর্মার্থ গভীর ও চির-সাম্প্রতিক। ‘জীবজগতের লোকশ্রুতি’ গ্রন্থে সমরেন্দ্রনাথ চন্দ পাঠকের জন্য সংকলিত করেছেন এমনই কিছু পশু-পাখিদের গল্প। দেশবিদেশের পৌরাণিক ও লোককথার ঝুলি থেকে সংগৃহীত গল্পগুলি কখনও মনুষ্যসমাজের জন্য নীতিকথার প্রচারক, কখনও-বা কল্পনাপ্রবণ মানুষের নানা বিষয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রতিবিম্ব। পশুপাখির চরিত্রে মূর্ত হয়েছে লোকবিশ্বাস, লোকসংস্কার। ‘জীবজগতের লোকশ্রুতি’ গ্রন্থটি লেখকের দীর্ঘ অধ্যয়নের ফলশ্রুতি নিঃসন্দেহে।