১৯৩৮ সালে স্টোরি ম্যাগাজিনে ‘ঠিকানা অজ্ঞাত যখন প্রথম প্রকাশিত হয়, তখন ব্যাপক আলােড়ন তুলেছিল। লেখাটি রচিত হয়েছিল আমেরিকার সানফ্রান্সিসকোর একজন ইহুদি এবং জার্মানিতে ফিরে যাওয়া তার সাবেক ব্যবসায়িক অংশীদারের মধ্যকার ধারাবাহিক পত্রালাপের ঢংয়ে।
এই চিঠিগুলাের মাধ্যমে আমেরিকার জনগণের কাছে নাৎসীবাদের বিষাক্ততা উন্মােচিত হয়। প্রকাশের দশদিনের মধ্যে ম্যাগাজিনের সবগুলাে কপি বিক্রি হয়ে যায়। এমনকি উৎসাহী পাঠকরা স্টেনসিলের অনুলিপি তৈরি করে বন্ধুদের কাছে পাঠায়।
ন্যাশনাল রেডিও-এর ভাষ্যকার ওয়াল্টার উইনচিল এ সম্পর্কে বলে, “মাসের সেরা সৃষ্টি, যা থেকে নিজেকে বঞ্চিত করা উচিত হবে না” এবং রিডার ডাইজেস্ট তার গল্পকাহিনী না ছাপানাের নীতিমালার পরিবর্তন ঘটিয়ে ৩০ লক্ষ পাঠকের জন্য এটি পুনর্মুদ্রণ করে। ১৯৩৯ সালে, সাইমন এন্ড শুস্টার ঠিকানা অজ্ঞাত নাম দিয়ে বই হিসেবে প্রকাশ করে এবং ৫০ হাজার কপি বিক্রি হয়ে যায়। সেই সময়ের জন্য এটি বিশাল ঘটনা এই প্রথম বাংলায় অনুদিত হলাে।