আমাদের দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে আমরা কিছু হয়ত জানি, কিন্তু অনেক কিছু আমাদের অজানা। যদি আমরা নিজেদের সম্পর্কে, নিজেদের দেশ সম্পর্কে না জানি তাহলে জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াবাে কিভাবে? কি হবে আমাদের ভবিষ্যৎ নাগরিকদের? এ দেশটিকে গড়ে তুলতে হলে, জাতি হিসেবে বুক টান করে দাঁড়াতে হলে, সবার আগে জানতে হবে এদেশের ইতিহাস ঐতিহ্য। আমাদের দেশটি সম্পদে এখন গরিব হতে পারে কিন্তু ইতিহাস ঐতিহ্যে নয়। পৃথিবীর অনেক দেশ আছে সম্পদে ধনী কিন্তু ইতিহাস ঐতিহ্যে গরিব। তাই যদি আমাদের জানা থাকে নিজেদের সম্পর্কে, তাহলে উজ্জীবিত হতে পারবাে আমরা দেশ গড়ায়। এ জানার শুরুটা ছােটবেলা থেকে হলেই সবচেয়ে ভালাে। দেশ বদলাবে তাে তারাই যারা আজ ছােট। অন্ধকারে তারাই তাে জ্বালাবে আলাে। আর এ কারণেই আমাদের এই আয়ােজন–ইতিহাস ঐতিহ্য সিরিজ। আমাদের দেশে ঐতিহ্য, সম্পদ—এসব বিষয় সহজ ভাষায়, সেরা লেখকদের লেখায় তুলে দেয়া হবে ভবিষ্যৎ প্রজন্মের হাতে। তবে, আমরা এদিকেও লক্ষ্য রাখবাে যাতে অতি সাধারণ একজন পাঠকও বইটি পড়ে বিষয়টি বুঝতে পারেন।