দস্তূরে হায়াত। মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.-এর অনন্য সাধারণ গ্রন্থ। যা তিনি রচনা করেন মধ্যম স্তরের মুসলিম সাধারণের দ্বীনী ও আমলী জরুরতকে সামনে রেখে। যুগের দাবি, চাহিদা ও মানসিকতার সঙ্গে মিল রেখে সেই জরুরত পূরণে সংস্কারধর্মী সমসাময়িক ইসলামী গ্রন্থ ও প্রবন্ধ-নিবন্ধগুলোতে থেকে যাওয়া তৃষ্ণা ও শূণ্যতার কারণে নিজের ভেতরে তিনি বক্ষ্যমাণ গ্রন্থটি রচনার তীব্র তাগাদা অনুভব করেন, এমনকি এক পর্যায়ে তাতে আর মুহূর্তকাল বিলম্বের কারণে একটি ‘গুরুত্বপূর্ণ দ্বীনী দায়িত্ব পালনে অবহেলার অপরাধে’ আখেরাতে জবাবদিহিতার সম্মুখীন হবারও ভয় করতে থাকেন। সেই আবেগ অনুভব ও ভীতি থেকে এ অমূল্য গ্রন্থের জন্ম। এবং আল্লাহর অনুগ্রহের ভরসায় স্বয়ং গ্রন্থকারের আত্মবিশ্বাস-এ গ্রন্থ তার জন্য ইহ ও পরজগতে অপরিসীম উপকারী সাব্যস্ত হবে এবং সত্যের অনুসন্ধানী যে মুসলমানই ফায়দা আহরণ ও আমলের নিয়তে তা পাঠ করবে, তার জীবনগঠনে তা পরম কার্যকরী ভূমিকা রাখবে।