একটা জীবন গড়ে তুলতেই যেখানে পুরো একটা জীবন লেগে যায়, সেখানে এক জীবনে কি রচনা করা যায় একাধিক জীবন? একজন অন্যরকম লেখক কিন্তু চেয়েছিলেন; এমন জীবনই তৈরি করতে—যা থেকে তৈরি হবে তাঁর লেখা। সেই অন্যরকম চেষ্টাই এই উপন্যাসে। এমন একজন লেখকের জীবন নিয়ে এই উপন্যাস, যে-লেখক উপন্যাসের জন্যই তৈরি করতে চেয়েছিলেন তাঁর জীবন। তা কি যায়? যদি যায়, কেমন চেহারা হবে সেই জীবনের, কেমন স্বাদ হবে সেই উপন্যাসের? অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাস একদিকে যেমন কাহিনীর মধ্যের কাহিনী নিয়ে লেখা, অন্যদিকে তেমন জীবনের মধ্যের জীবন নিয়ে। এ-উপন্যাসে তাই বারবার মিলে গেছে বাস্তব ও কল্পনা, অন্তর্লীন ইচ্ছের সঙ্গে কেবলই দ্বন্দ্ব বেধেছে অলীকের। অথচ এ-উপন্যাস আমাদেরও নিয়ে। এখানে রয়েছে আমাদেরই এই মধ্যবিত্ত জীবন, লোভ ও কামনা, সংস্কার ও অবিশ্বাস, লজ্জাহীন প্রেম ও নিবিড় নির্ভরতা। কিছুটা কলকাতা, কিছুটা চন্দননগর। রয়েছে রাজনীতি, এবং অরাজনীতিও। বস্তুতই অন্যরকম উপন্যাস ‘দহনবেলা’।