অদ্ভুত বিচিত্র মানবজীবনের অসাধারণ এক সৃজনশীল মানবজমিন আর কে নারায়ণের পথপ্রদর্শক। উপন্যাসটির মূল চরিত্র রাজু, তাকে ঘিরেই আবর্তিত এর কাহিনি। তার শৈশব থেকে সন্ত হয়ে ওঠা পর্যন্ত বিভিন্ন বাঁক বদলের অনন্য গল্প এই উপন্যাস। রাজুর শৈশব, বেড়ে ওঠা, রেলওয়ে রাজু হিসেবে পরিচিতি এবং ট্যুরিস্ট গাইড হিসেবে প্রতিষ্ঠা পর্যন্ত উত্থান পর্বের উপস্থাপন করেছেন লেখক। তারপরেই রোজি বা নলিনীর সঙ্গে রাজুর ঘনিষ্ঠতা এবং ক্রমশ পতনের মর্মস্পর্শী কথন। শেষে সাধারণমানুষ রাজুর সন্ত রাজু হয়ে ওঠার গল্প বলেছেন লেখক। অলংকার বিবর্জিত সরল ভাষায় লেখা চেনা মানুষের গল্প এটি। নারায়ণের স্বভাবসুলভ রসবোধ, ব্যঙ্গ-বিদ্রুপ এবং গভীর পর্যবেক্ষণের বুননে গড়ে উঠেছে পথপ্রদর্শক ভুবন। উপন্যাসটি পড়তে পড়তে পাঠকের মনে অনেক সত্য উঁকি দেবে, পাঠক একই সঙ্গে নিজেকে বাস্তবতা এবং বিস্ময়ের মুখোমুখি দেখতে পাবেন।
পথপ্রদর্শক আর কে নারায়ণের সবচেয়ে সফল উপন্যাসের একটি। ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ‘সাহিত্য আকাদেমি পুরস্কার’ প্রাপ্ত তাঁর একমাত্র উপন্যাস। জনপ্রিয়তায় এবং বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে সবচেয়ে এগিয়ে থাকা উপন্যাস এটি। এই উপন্যাসের কাহিনি অবলম্বনে একই নামে হিন্দিতে সিনেমাও হয়েছে। সেই সিনেমা ভারতের সিনেমা ইতিহাসের অনন্য এক অর্জন।