যা কিছু অশুভ, তার বিরুদ্ধে দাঁড়ানো শিল্পের চিরকালীন ধর্ম। শ্রীজাতর কবিতায় সেই বিরুদ্ধতার স্রোত কিছু নতুন নয়। ‘কর্কটক্রান্তির দেশ’ থেকে ‘অন্ধকার লেখাগুচ্ছ’ হয়ে ‘মুশতাক হুসেনের দরবারি’-তে নানা প্রকাশভঙ্গির মাধ্যমে সেই পরম্পরা বজায় থেকেছে। সেই একই স্রোতে নতুন সংযোজন তাঁর এই কাব্যগ্রন্থ। পৃথিবীর নানা প্রান্তে চলতে থাকা আক্রমণ ও অস্থিরতার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় লিখিত কবিতার পাশাপাশি রাজনৈতিক বাতাবরণ ও অসহিষ্ণুতার আবহাওয়ায় সৃষ্ট কবিতাও এই গ্রন্থের অন্তর্ভুক্ত। সাম্প্রতিককালে এইসব কবিতার অধিকাংশই পাঠকদের হাতে পৌঁছেছে নানা পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই বই তাদেরই সংকলন। চারটি দীর্ঘ কবিতা, ছ’টি গুচ্ছ কবিতা ও বেশ কিছু একক কবিতা নিয়ে তিনভাগে বিভক্ত এই কাব্যগ্রন্থ আসলে একটিই উচ্চারণের বিস্তৃতি। ছাইচাপা শ্লেষ আর শান্ত ক্ষোভই যেখানে বর্ণমালা হয়ে ওঠে। শিরোনাম-কবিতায় যখন শ্রীজাত লেখেন, ‘তুমি যখন ধ্বংস হবে, কারওর কিছু যাবে না আসবে না’, তখন সেই নির্মম নির্লিপ্তি তুলে ধরে আজকের অন্ধ পৃথিবীর ক্যানভাসকেই। সব মিলিয়ে ‘ধ্বংস’ আসলে এই সময়ের অনিবার্য এবং অপরিহার্য ফসল, শ্রীজাত যার সার্থক কারিগর।