কলম্বাসের আপন জবানিতে তাঁর রােমাঞ্চকর আবিষ্কার কাহিনীর সাথে সাথে বিশ্ব-ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যায়ের এক অপূর্ব সমন্বিত চিত্র ফুটে উঠেছে গ্রন্থটিতে । মুসলিম শাসনের অবসান ঘটিয়ে অখন্ড স্পেনের সূচনা লগ্নের নায়ক-নায়িকা, রাজকীয় জুটি ফার্ডিনান্ডইসাবেলা যে অবদান রেখেছিলেন সে তথ্যটি পাঠকের কেউ কেউ নিশ্চয়ই জেনে থাকবেন। এক কথায় কি ক্যাথলিক, কি প্রােটেস্ট্যান্ট, খ্রিস্টীয় বিশ্বের সেবায় এই রাজকীয় জুটি যে অবদান রেখেছিলেন তা অবিস্মরণীয়। সেই সাথেই তারা অবদান রেখেছেন সামগ্রিকভাবে মানব জাতির ইতিহাসে, আমেরিকা, তথা নতুন পৃথিবী আবিষ্কারের মাধ্যমে। তবে বিশ্ব-ইতিহাসে অসাধ্য সাধনকারী বীরেরা যে নিত্যই দুর্ভাগের শিকার হন, যেমন হয়েছিলেন ঔ একই স্পেন বিজয়ী মূসা ও তারিক, সিন্ধু বিজয়ী মুহাম্মাদ বিন কাসিম, যেন তারই ধারাবাহিকতায় বিপর্যস্ত হন কলম্বাস। এ গ্রন্থে রয়েছে তারও বিবরণ কলম্বাসের আপন ভাষায়।