আল কুদহাইন এবং আল সালাউইয়ি দুজনেই সৌদি দূতাবাসের একটি। পার্টিতে যােগ দেয়ার জন্য ফিনিক্স থেকে ওয়াশিংটনে যাওয়ার জন্য বিমানে করে রওনা করেন। প্লেনে ওঠার পর থেকেই ফ্লাইট অ্যাটেন্ডেন্টসকে তারা বিমানের। ব্যাপারে নানারকম টেকনিক্যাল প্রশ্ন করতে থাকেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্টসের কাছে। তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। বিমান আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই কুদহাইন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞেস করেন বাথরুম কোথায়। ফ্লাইট অ্যাটেন্ডেন্টস তাকে বিমানের পেছনের দিকে অবস্থিত বাথরুম দেখিয়ে দেন, কিন্তু কুদহাইন সেদিকে না গিয়ে বিমানের সামনের দিকে হাঁটা শুরু করেন এবং দুইবার। বিমানের ককপিটে ঢােকার চেষ্টা করেন। এই ঘটনায় বিমানটি ইমার্জেন্সি ল্যান্ডিং করে এবং এফবিআই তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে কুদহাইন এবং সালাউয়ি দুজনেই দাবি করেন যে তাদের বিমানের টিকিটের খরচ সৌদি দূতাবাস থেকে দেয়া হয়েছে এবং তারা সেখানেই যাচ্ছেন। জিজ্ঞাসাবাদ শেষে এফবিআই তাদের ব্যাপারে কোনাে আইনি পদক্ষেপ না নিয়েই তাদেরকে ছেড়ে দেয়।