যুগে মানুষ নিজের কাছ থেকে দূরে সরে যাচ্ছে ক্রমশ। কতদূরে সে নিজেও জানে না। কিন্তু নিজের কাছে ফিরে না-এলে কি বাঁচা যায়? মরাও যায় কি ঠিকভাবে! সেই বাঁচা-মরার তিনটি কাহিনী নিয়ে এই উপন্যাস। অ্যামবিশন নামক আধুনিক বিষের গল্প ‘নাইট শো’। সুপ্রকাশ চেয়েছিল উপরে উঠতে। সাফল্যের শিখরে উঠে সে দেখল তার অস্তিত্বের নীচে বিশ্বাসের জমি নেই। আত্মহত্যার মুখোমুখি সে কিন্তু আবার আবিষ্কার করল নিজেকে। ‘অবাক পৃথিবী’ পারিবারিক সম্পর্কগুলো থেকে, পরস্পরের কাছ থেকে দূরে চলে যাওয়ার উপাখ্যান। পঁচিশ বছর নিখোঁজ ছিল জয়ন্ত। সবাই ধরে নিয়েছিল সে মৃত। হঠাৎই সে একদিন ফিরে আসে নিজের ঘরে। তখন তার স্ত্রী অন্যের স্ত্রী, তার সন্তান অন্যের সন্তান। আজকের মানুষ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন। সেই বিচ্ছিন্নতার উপকথা ‘জল’। পৃথিবীর বেশির ভাগটাই জল। মানুষ সেই জলের ক্ষুদ্র এক অংশ। মানুষ কিন্তু সেই কথাটা ভুলে যায় বারংবার। তখন নদী থেকে জল উঠে আসে মানুষকে প্রকৃতির অমোঘ নিয়ম বোঝাতে। মানুষ বাধ্য হয় নিজের কাছে ফিরতে। এই কাহিনীত্রয়ীর সম্মিলনে গড়ে ওঠা ‘নিজের কাছে ফেরা’ লেখকের প্রথম বই, কিন্তু সাফল্যে উজ্জ্বল।