পদার্থবিজ্ঞান একটি বিপুল বিষয়, তার সমস্ত শাখা-প্রশাখার পরিচয় একজন মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়, একটা বইয়ের মধ্যে ধরানােও অসম্ভব। বইটিতে তাই পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণারত বিজ্ঞানীরা কতটা এগিয়েছেন তার একটা মােটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। পদার্থবিজ্ঞানের সাথে যাদের রােজ রােজ দেখা সাক্ষাৎ হয় না, পরিচয়ও খুব ঘনিষ্ঠ নয়, তাঁদের কাছে পদার্থবিজ্ঞানের আকর্ষণীয় একটা রূপরেখা তুলে ধরারও চেষ্টা করা হয়েছে। চিরায়ত পদার্থবিজ্ঞানের এই পটভূমি থেকে যাত্রা শুরু করে বইয়ের শেষের দিকে আমরা চলে গেছি একেবারে সাম্প্রতিক গবেষণার জগতে। বইটি পড়তে পড়তে পাঠকেরা হয়তাে বুঝবেন—পদার্থবিজ্ঞানের ইতিহাস কতাে রােমাঞ্চকর আবিষ্কারে, কতাে অবিশ্বাস্য নাটকীয়তায় ভরা। তারা দেখবেন-বুঝবেন, পদার্থবিজ্ঞান বিষয়টা এখনাে কত সজীব, কত প্রাণবন্ত, তারা বুঝবেন আরাে কতাে কি জানবার আছে, বুঝবার আছে এ জগতে।