আমাদের চারপাশের পরিবেশ যে ক্রমেই অবনতি ঘটছে তাতে আমরা শঙ্কিত না হয়ে পারি না। জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত শিল্পবিকাশের ফলে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ হাওয়া আর পানি সরবরাহে। দূষণের কারণে চাষের জমির গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে। বন-বনানী ধ্বংস হয়ে উদ্ভিদ, বন্য প্রাণী আর মৎস্য সম্পদ নিঃশেষ হয়ে আসছে। পৃথিবীর নানা অঞ্চল এখন মরুর আগ্রাসনে। তার ওপর বিশাল আতঙ্কের মতো দেখা দিয়েছে গ্রীনহাউস প্রতিক্রিয়ার প্রভাব। ভূমণ্ডলের তাপমাত্রা গত দেড়শ' বছর ধরে অব্যাহত গতিতে বাড়ছে। তার ফলে দেশে দেশে জলবায়ু বদলে যাচ্ছে, ক্রমে ক্রমে ফুঁসে উঠছে সাগ্র-মহাসাগর। বিশেষ ক্রে বাংলাদেশের মতো নিচু বদ্বীপ অঞ্চলের দেশে যেখানে জনসংখ্যার ঘনত্ব পৃথিবীর সকল দেশের চাইতে বেশি সেখানে গ্রীনহাউস প্রতিক্রিয়ার ফলাফল হবে সুদূরপ্রসারী। পরিবেশের যে নিদারুণ সংকট এক ভয়ঙ্কর দানবের মতো ক্রমেই এগিয়ে আসছে আমাদের দিকে তারই নানা বিচিত্র দিক নিয়ে এ বই। ইউনেস্কোর কলিঙ্গ পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় বিজ্ঞান-লেখক আবদুল্লাহ আল-মুতী এসব সমস্যা নিয়ে প্রাঞ্জল ভাষায় তথ্যপূর্ণ আলোচনা করেছেন এ বইতে। শুধু সংকটের চরিত্র নয়, তার নানামুখী সমাধানের কথাও পাওয়া যাবে এতে।