পাইলস বা অর্শ রােগের নাম জানেনা এরূপ লােক খুব কম আছেন। সর্ব সাধারণের ধারণা মলদ্বারের বিভিন্ন উপসর্গ দেখা দিলে তার পাইলস হয়েছে। ছােটবেলা বিভিন্ন শহর, গ্রামে গঞ্জে দেখেছি “অর্শ, ভগন্দর ও গেজ চিকিৎসালয়”। জানতাম মলদ্বারের সমস্ত রােগ কৃমির বাসা থেকে উৎপত্তি। এমবিবিএস পড়তে এসে এ বিষয়ে কিছু জ্ঞানার্জন হলাে। এফসিপিএস পড়বার সময় এসব জ্ঞান আরও কিছুটা সমৃদ্ধ হলাে। কিন্তু তারপরও পুরাে বিষয়টি সম্পর্কে কৌতূহল মিটল না। রােগীদের দেখেছি অপারেশনের ভয়ে রাত্রে হাসপাতাল থেকে চলে যাচ্ছেন। আবার কেউ কেউ যুগ যুগ ভুগেও অপারেশন করছেন না রােগটি আবার হবে এই ভয়ে। অনেক রােগীকে দেখেছি উচ্চবিত্ত না হওয়া সত্তেও পাইলস অপারেশনের জন্য বিদেশ যাচ্ছেন। কারণ একটিই আর তা হলাে এত কষ্ট করে অপারেশন করবাে কিন্তু যদি আবার হয়? তারচেয়ে বিদেশে গিয়ে একবার কষ্ট করি। কোন রােগী ভাবছেন এটি একটি গােপন রােগ, কেউ ভাবছেন যৌন রােগ, কেউ ভাবছেন নিশ্চয়ই কোন পাপের ফল, কেউ ভাবছেন এরােগের অপারেশন না করাই ভাল কারণ আবারতাে হবেই তাই কোনরূপ ওষুধ পথ্য খেয়ে যতদিন চালানাে যায় তাই উত্তম।