মালকানগিরি জেলার উত্তরপূর্বে পাহাড় ও জঙ্গল ঘেরা এক উপত্যকা অনেকদিন ধরে ঘুমিয়েছিল সভ্য জগতের আড়ালে। হঠাৎ কোন সোনার কাঠির স্পর্শে সে জেগে উঠল। আর তারই ফলে দিয়াং থেকে পদমগিরি পর্যন্ত দুর্ভেদ্য অরণ্যপর্বতে সোনার খোঁজে সক্রিয় হয়ে উঠল মাফিয়ারা। সেই মাফিয়াচক্রে জড়িয়ে পড়ল ফার্নান্ডেজ পরিবারের কয়েকজন। সুন্দরী ডোনা ও তার শিশুপুত্র বনির জীবন সেই মুহূর্তে বিপন্ন। আর তখনই অ্যাডভেঞ্চারপ্রিয় পাণ্ডব গোয়েন্দারা পঞ্চুকে নিয়ে ছুটে গেল সুদূর মালকানগিরিতে—দণ্ডকারণ্যের সেই গভীর প্রত্যন্ত প্রদেশে। কিন্তু সোনার খনির এই দেশে বিপদ ও সৌন্দর্যের হাতছানির মাঝেই আছে দেবগিরির দানব একচক্ষু ইউনিকর্ন-এর আতঙ্ক। কিন্তু কে এই ইউনিকর্ন? দেবগিরিই বা কোথায়? পাণ্ডব গোয়েন্দারা শেষ পর্যন্ত কি ফিরিয়ে আনতে পারল ডোনা ও বনিকে? এ-সবেরই উত্তর ছড়িয়ে আছে আগাগোড়া উত্তেজনায় ভরপুর এই বইয়ের পাতায় পাতায়। তোমাদের শুধু খুঁজে নিতে হবে।