বিশ্বকাপ ফুটবল নিঃসন্দেহে সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ। এই প্রতিযোগিতা নিয়ে উন্মাদনার শেষ নেই। ১৯৩০ সালে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ ফুটবল। ক্রমশ অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়েছে, বেড়েছে উত্তেজনাও। শ্রেষ্ঠ ফুটবলাররা যেমন দেশকে জেতাতে উজাড় করে দেয় নিজেকে, তেমনই লক্ষ লক্ষ আবেগপ্রবণ ভক্তের কাছে খেলাটাই যেন মর্যাদা পায় ধর্মের। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহা তিনবার বিশ্বকাপ ফুটবলে হাজির থেকেছেন। কথা বলেছেন কিংবদন্তি ফুটবলার, কোচ, কর্মকর্তাদের সঙ্গে। রূপক সাহা-র অনন্য নিবেদন ‘পায়ে পায়ে বিশ্বকাপ’। গত উনিশটি বিশ্বকাপ ফুটবলের ফলাফল-সহ সংক্ষিপ্ত বিবরণ, এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী বত্রিশটি দেশের দল ও খেলোয়াড় নিয়ে আলোচনা, সেরা ফুটবলারদের কাহিনি, বিশ্বকাপের নিয়মাবলি, ব্রাজিল ফুটবল ইত্যাদির পাশাপাশি এই গ্রন্থের সম্পদ লেখকের অমূল্য বিশ্বকাপ-অভিজ্ঞতা। বাঙালির প্রিয় খেলা ফুটবলের বিশ্বকাপ নিয়ে এমন গ্রন্থ বাংলায় বিরল।