মধ্যপ্রাচ্য বিশ্বের একাধিক প্রাচীনতম সভ্যতার জন্মপীঠ। ইসলাম, খ্রিস্টান, ইহুদি— তিনটি ধর্মের উদ্ভব মধ্যপ্রাচ্যে। পশ্চিম-এশিয়ার ইয়েমেন, ওমান, ইরাক থেকে উত্তর-আফ্রিকার দুর-পশ্চিমে মরক্কো পর্যন্ত প্রসারিত প্রায় সমগ্র আরব জগৎ এবং পূর্বপ্রান্তের ইরান মধ্যপ্রাচ্য হিসেবে চিহ্নিত। অশোকচন্দ্র সেন-এর ‘প্রতিবাসী প্রবাসে: মধ্যপ্রাচ্যের দিনলিপি’ গ্রন্থে প্রবাসী জীবনের স্মৃতিকথার পাশাপাশি উপস্থাপিত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলির পরিচয় ও ইতিহাস। আরব উপদ্বীপ থেকে আরবি ভাষা ও ইসলামের বিজয়যাত্রা, ইজরায়েল সৃষ্টি ও প্যালেস্টাইন সমস্যা, ইরাকে সুমেরীয় যুগ বা মিশরে ফারাও যুগ বা ইরানে অকিমেনিড রাজত্বের উত্থান-পতন ইত্যাদি চমৎকার ভাবে আলোচিত এই গ্রন্থে। মধ্যপ্রাচ্যের নতুন রাষ্ট্র সৌদি আরব এবং তরল সোনা পেট্রোলিয়ম আবিষ্কার প্রসঙ্গ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরব সমাজ, মধ্যপ্রাচ্য ও পশ্চিমি দুনিয়া, মধ্যপ্রাচ্য ও ভারত প্রমুখ আলোচনায় পাঠক ঋদ্ধ হবেন নিশ্চিত। লেখকের ইতিহাস-জ্ঞান এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা মধ্যপ্রাচ্য-বিষয়ক গ্রন্থটির অমূল্য অবলম্বন।