মানুষের চিন্তাচেতনার সীমান্তরেখা মুছে যাচ্ছে দ্রুত। অখণ্ড অবিভাজ্য মানববিশ্বের অধিবাসী আমরা। নতুন তত্ত্বের আলোয় উদ্ভাসিত হয়ে চলেছে আমাদের যাবতীয় প্রতিবেদন। আকরণবাদী ভাবনার পাঁজর থেকে জন্ম নিয়েছে আকরণোত্তর পর্যায়। আধুনিকতা ও আধুনিকোত্তর চিন্তার দ্বিবাচনিকতায় নারী চেতনা, উপনিবেশোত্তর চেতনা, পাঠককেন্দ্ৰিক সাহিত্যভাবনা, বিনির্মাণপন্থা ঘটিয়ে দিচ্ছে বহুস্বরসঙ্গতির বিচ্ছুরণ। সাহিত্য ও সংস্কৃতিতত্ত্বের মাটি ও আকাশ আমূল পাল্টে যাচ্ছে। বাঙালি পড়ুয়ার কাছে এই রূপান্তরপ্রবণ তত্ত্ববিশ্বকে উপস্থাপিত করার দুরূহ দায়িত্ব পালনে ব্রতী হয়েছেন তরুণ প্রজন্মের এক অগ্রণী প্রাবন্ধিক। এই গ্রন্থে বিভিন্ন অধ্যায়ে আলোচিত হয়েছে-আকরণবাদ, আকরণোত্তরবাদ, নারীচেতনাবাদ, মনোবিকলনবাদ, পাঠককেন্দ্ৰিক সাহিত্যতত্ত্ব, অনুবাদতত্ত্ব, উপনিবেশোত্তর চেতনাবাদ, প্রকরণবাদ, নব্য ঐতিহাসিকবাদ, অস্তিত্বের নতুন নন্দন ও মার্কসীয় সাহিত্যবীক্ষা। প্রতীচ্যের বিকাশমান তত্ত্বভাবনার সঙ্গে বাঙালির জিজ্ঞাসুতার অভিনবত্ব রচনায় এমন একটি পূর্ণাঙ্গ গ্রন্থ বাংলা ভাষায় এই প্রথম বলে প্রমাণিত।