অর্ধশতাব্দী কালের সারস্বত সাধনায় বাংলা প্রবন্ধসাহিত্যে যতীন সরকার অন্যতম চিন্তানায়কের স্বীকৃতি অর্জন করেছেন। আধুনিক বাংলা সাহিত্যে সৃজনশীল রচনার যে সম্ভাবনা ও বিকাশ দেখা যায় মননশীল রচনার ক্ষেত্রে তা অনুপস্থিত। প্রবন্ধসাহিত্য বাংলা সাহিত্যের অন্যান্য শাখার তুলনায় অনগ্রসর। বাংলা সাহিত্যে মৌলিক চিন্তাসম্পন্ন মননশীল প্রাবন্ধিক দুর্লভ। সেই দুর্লভ প্রাবন্ধিকদের অন্যতম যতীন সরকার।
প্রত্যয় প্রতীজ্ঞা প্রতিভা যতীন সরকারের সাম্প্রতিকতম প্রবন্ধ সংকলন। অসামান্য পাণ্ডিত্য ও ক্ষুরধার যুক্তির সমন্বয়ে এই বইয়ের প্রতিটি রচনা চিন্তাউদ্দীপক প্রবন্ধে পরিণত হয়েছে। দ্বান্দ্বিক বস্তুবাদী জীবনদর্শনের একনিষ্ঠ অনুসারী যতীন সরকার রবীন্দ্রনাথ থেকে শুরু করে পরবর্তীকালের কৃতী বাঙালিদের বহুমাত্রিক প্রতিভার বস্তুনিষ্ঠ মূল্যায়ন করেছেন। ব্যক্তি মূল্যায়নের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মে দিবস, দুর্গোৎসব, জঙ্গিবাদের মতো সমকালীন প্রসঙ্গের অবতারণা করেছেন তিনি অকাট্য যুক্তি দিয়ে। কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের আলোচনা আমাদের সমালোচনা সাহিত্যে উল্লেখযোগ্য সংযোজন। সমাজ, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির নানা প্রসঙ্গের আলোকসঞ্চারী বিশ্লেষণে সমৃদ্ধ প্রত্যয় প্রতিজ্ঞা প্রতিভা চিন্তাশীল পাঠকমাত্রেরই অবশ্যপাঠ্য।