বিশ্ব ব্যবস্থার রূপায়নে অন্যতম ভূমিকা পালন করা একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ইউরােপীয়ান মহাযুদ্ধ যা প্রথম বিশ্বযুদ্ধ নামেই বেশি খ্যাত। ১৯১৪ সালের ২৮ জুলাই শুরু হয়ে ১৯১৮ সালের ১১ নভেম্বর পর্যন্ত সংঘটিত এই যুদ্ধে প্রায় এক কোটি ষাট লাখ মানুষ প্রাণ হারায়। আহত হয় প্রায় দুই কোটি দশ লাখ মানুষ। এই যুদ্ধের ফলশ্রুতিতে পতন ঘটে তিনটি সাম্রাজ্যের। জন্ম হয় নতুন রাষ্ট্রের। এই বিশ্বযুদ্ধ সংঘটিত হয় মূলত দুই পক্ষের মধ্যে। এদের একটি হলাে ত্রিপক্ষীয় শক্তি বা আঁতাত । এর পক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, বৃটিশ সাম্রাজ্য এবং ডােমিনিয়ন, যুক্তরাষ্ট্র, রুমানিয়া ও মন্টেনিগ্রো । অন্য পক্ষে ছিল জার্মান সাম্রাজ্য, অস্ট্রো-হাঙ্গেরী সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, বুলগেরিয়া । এদের বলা হতাে কেন্দ্রীয় শক্তি বা সেন্ট্রাল পাওয়ার্স। প্রথম বিশ্বযুদ্ধের এরকম জানা-অজানা কিছু দিক তুলে ধরা হয়েছে। এই গ্রন্থটিতে ।