এদেশের সাহিত্য সংস্কৃতি তথা সামাজিক অঙ্গনের। অন্যতম উজ্জ্বল নাম আবদুলাহ আবু সায়ীদ। শিল্প ও সংগঠন এই দুই ক্ষেত্রেই সাফল্য তার যুগপৎ। কিন্তু এসবের বাইরেও তাঁর প্রতিভা আরও একটি ক্ষেত্রে সমভাবে বিচ্ছুরিত। তা হল প্রাণবন্ত সপ্রতিভ চিত্তাকর্ষক বাচনভঙ্গি ও অসামান্য বক্তৃতাক্ষমতা। এক্ষেত্রে তিনি অনন্য নন কেবল, এদেশে প্রায় অদ্বিতীয়। টেলিভিশনের অনুষ্ঠানে, শিক্ষকতায় ও বক্তৃতামঞ্চে তার বাচনিক প্রতিভার উজ্জ্বল দীপ্তি এদেশের দর্শক শ্রোতাকে দীর্ঘদিন ধরে মুগ্ধ করে রেখেছে। বক্তৃতামঞ্চে তার মৌখিক ভাষণ বুদ্ধির দীপ্তিতে, স্বতঃস্ফূর্ততায়, স্নিগ্ধ হাসিতে, কবিতার বিভায়, বিষয়ের গভীরতায় ও অবিশ্বাস্য অন্তর্দৃষ্টিতে ঋদ্ধ। একই সঙ্গে বহু-কৌণিক হীরকখণ্ডের মতাে তা দ্যুতিময়-ঝর্ণার মতাে অবিরল, প্রাণবন্ত। তার এসব অসামান্য মৌলিক বক্তৃতা থেকে ১৮টি বক্তৃতা ‘বক্তৃতা সংগ্রহ' প্রথম খণ্ডে প্রকাশিত হল । বক্তৃতা মঞ্চে উপস্থিত বক্তৃতাও যে কতখানি শিল্পগুণসম্পন্ন ও উন্নতমানের সাহিত্য হতে পারে, এই বক্তৃতাগুলাে তার দলিল ।