ড. মফিজ চৌধুরীর ‘বঙ্গবন্ধুর মন্ত্রিসভায়’ বইটির প্রায় সমান দুটি ভাগ: ‘বঙ্গবন্ধুর ডাকে’ এবং ‘বঙ্গবন্ধুর মন্ত্রিসভায়’। বইটির সূচনা হয়েছে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে ভোটারদের সানন্দ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির বর্ণনা দিয়ে। তারপর লেখক ফিরে গেছেন নির্বাচনপূর্ব প্রচারণায় ব্যাপক জনসমর্থনের প্রসঙ্গে। যে বৃদ্ধা চোখে দেখতে পান না, তিনিও নৌকার এক ঝলক দেখার জন্যে ঘরের প্রাঙ্গণে পরিপাটি আয়োজন করেছেন। তিনি স্মরণ করেছেন সেই মহিলাকে যিনি পরিশ্রান্ত কর্মীদের ক্লান্তি দূর করেছিলেন বদনার পানি ও বাতাসা দিয়ে এবং কলতলায় কলসি ভরতে আসা সেই মহিলাকে যিনি দুই হোন্ডাযাত্রীকে পরম স্নেহ ভরে দুধ মুড়ি খেতে দিয়ে সরে গিয়েছিলেন। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় তাঁর দুই বছর ব্যাপী অবস্থানের ওপর স্মৃতিধর্মী এই রচনাতে এমন অনেক কথা রয়েছে যা পাঠককে কৌতুহলী করবে। মন্ত্রী হিসেবে তাঁর কার্যকলাপের বাইরেও নানা বিষয়ে তাঁর ভাবনা চিন্তার পরিচয় আছে,যা থেকে দেশপ্রেমিক এই বিজ্ঞানী, সাহিত্যিক ও রাজনীতিকের পরিচয় মেলে। বাংলাদেশের ইতিহাস রচনায় এই বইটি একটি মূল্যবান উপাদানের আকর।