বিশ্বজুড়ে লোকসংস্কৃতির বিচিত্র অনন্য সব আঙ্গিকের পরিচয় বিতত হয়ে রয়েছে। কিন্তু ভারতীয় নারীদের নিজস্ব এমন একটি আঙ্গিক রয়েছে যার কোনও প্রতিতুলনা কোথাও নেই। এ হল আমাদের লৌকিক ভারতের একান্ত আপন ব্রত এবং সেইসব ব্রতকে কেন্দ্র করে যেসব ব্রতকথা গড়ে উঠেছে তারও ঐতিহ্য রয়েছে ভারতীয় জনগোষ্ঠীর মধ্যে। ভারতীয় ব্ৰতাচারের অনন্যতা স্বীকার করেও একথা দৃঢ়তার সঙ্গে বলতে হবে- বাংলার ব্রতপার্বণ মানসিক ও সাহিত্যিক উৎকর্ষে স্পর্ধিত ব্যতিক্রম হিসেবে রূপলাভ করেছে। ব্রতপার্বণের মধ্যে কীভাবে নারীর ইহজাগতিক আকাঙক্ষা ও প্রাণময় মঙ্গলকামনা এবং শাস্ত্রীয় ধর্মভাবনা-বিমুক্ত মানবিক আবেদন পরিব্যাপ্ত হয়ে রয়েছে তার অনুসন্ধান না করলে ঐতিহ্যলালিত বাঙালি নারীর মনের হদিশ পাওয়া যাবে না। একই সঙ্গে ভারতের অন্যান্য রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্রসমূহের লোকসমাজের ব্রতপার্বণের তুলনা একান্তই প্রয়োজন। তুলনামূলক আলোচনায় সর্বজনীন নারী মনস্তত্ত্বের অন্তর্নিহিত ভাবাবেগের সন্ধান মিলবে। কোন সেই পবিত্র কামনা যা নারীকে ব্ৰতানুষ্ঠানে প্রাণিত করেছিল? এসব সামাজিক ও মানবিক প্রশ্নের উত্তর রয়েছে আলোচ্য গ্রন্থে। বাংলার লোকসংস্কৃতিচর্চায় এই গ্রন্থ নতুন দিগন্তের সন্ধান দিতে সমর্থ হবে।