আমেরিকা এক আশ্চর্য দেশ। এই দেশে যাঁরা আছেন তাঁদের কারোরই মাতৃভূমি নয় আমেরিকা। মাত্র কয়েক শো বছর আগে ইতালি, পর্তুগাল, স্পেন এবং সর্বোপরি ব্রিটেন থেকে মানুষেরা এখানে এসে একটু-একটু করে আমেরিকান হয়ে গেছেন। এখানকার স্থায়ী বাঙালি বাসিন্দা যাঁরা, তাঁরাও দেশ ছেড়ে এসেছেন মাত্র পঁচিশ-তিরিশ বছর। এই পরে-আসা নাগরিকদের প্রায় প্রত্যেকেরই, আমেরিকান সংস্কৃতির পাশাপাশি, রয়ে গেছে একটা নিজস্ব শিকড়। নতুন দেশে সেই শিকড় এখনও মাটি পেল না। অথচ এরই মধ্যে আমেরিকা হয়ে উঠেছে নতুন প্রজন্মের জন্মভূমি, নিজেদের মূল পিতৃভূমি-মাতৃভূমির শিকড় সম্পর্কে যাদের ধারণা পর্যন্ত নেই। আমেরিকায় তাই মানুষের পুরো জীবনযাপন বিনিসুতোয় গাঁথা এক মালার মতন। অভিবাসীদের এই যন্ত্রণা-সমস্যা নিয়ে ছবি করতে সদলবলে আমেরিকা ঘুরে এলেন সমরেশ মজুমদার। আগেও গেছেন একাধিকবার। সেই যাবতীয় অভিজ্ঞতার ভিত্তিতে শ্যুটিংয়ের, ভ্রমণের তথা অজস্র মানুষের এক অনবদ্য কাহিনী ‘বিনিসুতোয়’।