উড়ন্ত দুই পরীর হাতে ঝুলন্ত মালা, সেই ছবি দিয়ে সাজানো রঙিন কাগজের বিয়ের পদ্যে গুরুজনদের স্নেহাশীর্বাদ, ছোটদের উচ্ছ্বাস আর বন্ধুদের হাসিতামাশা- ক’দিন আগেও ছিল বাঙালি বিয়েবাড়ির অপরিহার্য অঙ্গ। চলন কমেছে, কিন্তু আজও পুরোপুরি অদৃশ্য নয়। বিবাহ যেহেতু বাঙালি সমাজজীবনের এক গুরুত্বপূর্ণ উৎসব, তাই বিবাহবাসরের এই কাব্যকথায় সেকাল-একালের স্বনামধন্য কবি-সাহিত্যিকদের লেখনীনিঃসৃত রচনাও কম নেই। বিপুল ও বৈচিত্র্যময় সেইসব রচনা থেকে এমন বহু দুর্লভ দৃষ্টান্ত তুলে এনেছেন চিত্রা দেব তাঁর এই নতুন স্বাদের রম্যগ্রন্থে। শুধু তাই নয়, কনে-দেখা থেকে শুরু করে বিবাহবাসর পর্যন্ত বাঙালি বিবাহের নানান পর্যায় সম্পর্কেও লেখিকা শুনিয়েছেন বহু চমকপ্রদ তথ্য। ইতিহাস, স্মৃতিকথা, এমনকী গল্প-উপন্যাস থেকেও আহৃত এইসব স্বাদু ইতিবৃত্তের মধ্য দিয়ে বাঙালি সমাজের সুখদুঃখের স্মৃতি-জড়ানো ক্রমপরিবর্তমান জীবনযাত্রারও একটি স্পষ্ট, নিখুঁত ছবি এ-বইকে করে তুলেছে গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য এক সামাজিক দলিল। পরিবর্ধিত এই সংস্করণে আরও কিছু তথ্য সমৃদ্ধ হয়ে নতুন সাজে প্রকাশিত হল।