এসএসসি থেকে বিসিএস পর্যন্ত যে কোনো নিয়োগ পরীক্ষায় সহায়ক গ্রন্থ। প্রমিত ভাষা বলবার সময় দরকার পড়ে শব্দ ও বাক্যের শুদ্ধতা এবং উচ্চারণগত পরিশুদ্ধি। লিখবার সময়ে প্রয়োজনীয় হয়ে ওঠে শুদ্ধ বানান, শব্দ ও বাক্যের প্রয়োগ ও অপপ্রয়োগ সম্পর্কিত জ্ঞান, এবং ছেদ চিহ্ন/যতি চিহ্ন/বিরাম চিহ্নের শুদ্ধ ব্যবহার। ‘ব্যবহারিক প্রমিত বাংলা’ গ্রন্থে বানান, শব্দের শুদ্ধ প্রয়োগ, বাক্যের শুদ্ধ প্রয়োগ, বিরাম চিহ্নের ব্যবহার এবং উচ্চারণ শীর্ষক ৫টি অধ্যায় রয়েছে, যেখানে এ—সম্পর্কিত বিস্তারিত আলোচনার সঙ্গে ব্যাকরণিক শৃঙ্খলা—সূত্র ও প্রচুর উদাহরণ দেওয়া আছে, যেগুলো যে কোনো পাঠক বইটি পড়ে নিজে নিজেই আয়ত্তে আনতে সক্ষম হবেন বলে আশা করা যায়। ভাষা—পণ্ডিত এবং ব্যাকরণ—বিশারদ না—হয়েও খুব সহজে, স্বল্প সময়ে প্রমিত ভাষা ব্যবহারিক ক্ষেত্রে নির্ভুলভাবে প্রয়োগ করা যে সম্ভবপর, তার দৃষ্টান্ত হিসেবে এই বইটি পরিগণিত হতে পারে।