অ-কাহিনিচিত্র বিষয়ে আগ্রহ ও ফিল্ম স্টাডিজ বিষয়টিতে দীর্ঘদিনের অধ্যাপনার অভিজ্ঞতা এই বইয়ের প্রেক্ষিত। অ-কাহিনিচিত্র সম্পর্কে সেভাবে অ্যাকাডেমিক বিশ্লেষণের অভাব থাকায় এই ধরনের ছবির চর্চাতে একটা অস্পষ্টতা লক্ষ করা যায়। অ-কাহিনিচিত্রর জগৎটি বিশাল এবং সেখানে বিরাজ করে এগারো ধরনের ছবি। কিন্তু তা সত্ত্বেও তাদের একটি গোষ্ঠীভুক্ত করে রাখা হয়েছে, তাই চলচ্চিত্রর ছাত্র এবং দর্শক সম্পূর্ণ বিভ্রান্ত। ফলে এই ধরনের ছবির পৃষ্ঠপোষকতা সীমিত, যদিও শিল্প হিসেবে এ জাতীয় ছবি নির্মাণ অনেক বেশি চ্যালেঞ্জিং এবং কাহিনিচিত্র থেকে এদের মান কোনও অংশেই কম নয় বরং কিছু কিছু ক্ষেত্রে অনেক গুণ বেশি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলি অন্যান্য বিষয়ের সমতুল করে এই শিল্পনির্ভর বিষয়টির পাঠ্যসূচি রচনা করায় ছাত্ররা না বোঝেন ফিল্ম না বোঝেন তার শৈল্পিক ক্রিয়াকর্ম। ফ্যাকচুয়াল বা তথ্যচিত্রের সঠিক শ্রেণিবিন্যাস এবং নামকরণ করা হয়েছে এই বইয়ে। সঙ্গে রাখা হয়েছে এই অন্য ধরনের ছবির বিকাশের ইতিহাস— বিদেশে এবং আমাদের দেশে। এই ধরনের চলচ্চিত্র বিষয়ে একটি সার্বিক ধারণা তৈরি করবে ‘ভিন্ন ছবির সাত-সতেরো’ এবং তার সঙ্গে খোঁজ করবে কেন এই ধরনের ছবি চলচ্চিত্রের জন্ম দিয়েও দুয়োরানি হয়ে থেকে গেল এই একশো আঠারো বছর।