'মধ্যরাতের আগম্ভক' মুক্তিযুদ্ধের এক অপূর্ব কিশাের কাহিনী। অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারপ্রাপ্ত সেরা গ্রন্থ। ব্যাপক পাঠকপ্রিয়তায় দ্বিতীয়বারের মতাে বইটি জাগৃতি প্রকাশ করল। এখানে কোনাে যুদ্ধ নেই। রক্তঝরা রণাঙ্গনের দৃশ্যও এখানে দেখানাে হয়নি। এক অদ্ভুত যুদ্ধোত্তর কাহিনী পরাবাস্তবতার আবহের জাদুময়তা পাঠককে টেনে নেবে। এক কিশাের মুক্তিযােদ্ধা। যে যুদ্ধে গিয়ে ফেরেনি। সে ফিরেছে মাত্র একদিনের জন্য দীর্ঘ ছাব্বিশ বছর পর। অনন্তলােক থেকে সে দেখতে এসেছে তার স্বাধীন মাতৃভূমিকে। কেমন আছে তার দেশ, একাত্তরের ঘাতকদের নির্যাতনে অন্ধ হয়ে যাওয়া তার বাবা, তার আদরের একমাত্র ছােটবােনাটি। সে দেখতে এসেছে তার সহপাঠী, বন্ধু-স্বজনরা কেমন আছে। সে এলাে এক হিমরাতে। চোখভরে সব দেখল। দেখা হলাে প্রিয়জন অনেকের সাথে। সে সবাইকে চিনল, কিন্তু তাকে সবার চেনা-চেনা মনে হলেও কেউ চিনল না। বাস্তবতা তাকে অচেনা করে রাখল সবার কাছে। কিন্তু অন্ধ বাবা! সন্তানের গায়ের গন্ধ বাবা ঠিকই টের পেয়েছে। তারপর এক অপরূপ,অদ্ভুত, বেদনাবিধুর ঘটনার সূত্রপাত, এবং বিস্ময়কর পরিসমাপ্তি। শুধু কিশাের নয়, সব-বয়সী পাঠকের অন্তর আপ্লুত হবে। বিস্মিত হবে।