ক্রিকেট মানে উইকেট থেকে উইকেটের মধ্যে দৌড়। নির্দিষ্ট মাপের দূরত্বে এক ক্রীড়াকৌশল। কিন্তু জীবনের লাল বল ছুটে চলে তার নিজের মর্জিতে। সমরেশ মজুমদারের এই দুরন্ত উপন্যাসে ক্রিকেট, কবিতা ও নারীর সঙ্গে প্রাণের খেলা। মধ্যবিত্ত ঘরের ছেলে স্বপ্নাশিষ কখনও ক্রিকেটার শচীন কিংবা সৌরভ হতে পারবে না হরিমাধবদা জানতেন। তবু অবিকল্প পরিশ্রম ও কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে স্বপ্নাশিষকে তৈরি করছিলেন। হরিমাধবদাকে লুকিয়ে শ্যামনগরে একটা খেপের খেলা খেলতে গিয়ে স্বপ্নাশিষের সঙ্গে দেখা হয়ে গেল আহিরের—মফস্বলের একটি মিষ্টি মেয়ে। বাইরের আঘাতকে যে হৃদয়ের আসনে বসিয়ে নেয় অবলীলায়। স্বপ্নাশিষ আবিষ্কার করে ক্রিকেটের আচরিত অনুশাসনের বাইরে যে-জীবন, তার খেলার বিধিনিয়ম অন্য । জীবন শুধু দৌড়তেই চায় না, থিতু হয়ে বসতে চায় সংসারের প্যাভিলিয়নে। অনেক বাধা পেরিয়ে আহিরকে আপন করে পেয়েছিল স্বপ্নাশিষ। কিন্তু তারপরেই জীবন শুরু করল তার দ্বিতীয় ইনিংসের খেলা। এই খেলা কি হার-জিতের ? নাকি প্রাপ্তি-অপ্রাপ্তির ? এই উপন্যাসে তারই মরমী বিবরণ।