যে যাই ধারণা পোষণ করে থাকুন-না কেন-একথাটি আজ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে উজ্জ্বল উপরিকাঠামোর অভ্যন্তরে বাংলাদেশ আজ এক নির্মম অধঃগমনের ঘুণপোকার দৌরাত্ন্র্যে আক্রান্ত। দৈনন্দিনতার প্রতিমূহূর্তে আমরা ক্রমাগত হারিয়ে ফেলছি আমাদের মৌলিক অনুভূতি, সমস্ত মূল্যবোধ এবং মাহাত্ন্য। চারিদিকে এত অসংখ্য অগণিত মানুষের মাঝে আজ সম্পন্ন মানুষের স্বপ্ন দেখাও কেমন কল্পনাতীত মনে হয়।অথচ এই ভয়াবহ শূন্যতা একটি জাতির জন্য অনন্ত সত্য হয়ে থাকতে পারে না। আমাদের প্রয়োজন হয়ে পড়েছে প্রতিটি মানুষেল মনে পুনরায় বিবেককে জাগিয়ে তোলা, প্রতিটি মনে একটি অব্যর্থ স্ফুলিঙ্গ তৈরি করা যাতে আমরা পুনর্বার আমাদের নিজস্ব প্রকৃতিকে চিনতে পারি। মুক্ত হতে পারি এই ভয়াবহ দৈত্যের হাত থেকে। আমাদের ব্যক্তিমানুষেল মধ্যে মানবিক উন্নয়ন ও উৎকর্ষের বীজ রোপণ করা।মহৎ জীবন গ্রন্থটি ডা. লুৎফর রহমানের শ্রেষ্ঠ ও জনপ্রিয় গ্রন্থগুলোর একটি। বাংলাভাষায় এমন সরল ও অলংকারবিহীন গদ্যে, এমন স্বতঃস্ফূর্ত কথোপকথনের ঢঙে।মানবকল্যাণমুখী দার্শিনিক চিন্তাভাবনা-সম্বলিত গ্রন্থ বিরল। তিনি যা লিখেছেন, সেগুলো সত্য বলে আন্তরিক বিশ্বাসের সঙ্গেই লিখেছেন, যার ফলে তাঁর উক্তির মধ্যে নির্ভীক দৃঢতা আমরা সহজেই লক্ষ করি।