লেখক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনের রচনারাশি বিপুল। ১৯৭০ সালে তাঁর প্রথম গ্রন্থ প্রকাশিত হয়। সেই থেকে আজ পর্যন্ত গল্প, কিশোরসাহিত্য, উনিশ ও বিশ শতকের পূর্ববঙ্গ/বাংলাদেশ, ঢাকা শহর, মুক্তিযুদ্ধ, ভ্রমণ, শিল্পকলা, অনুবাদ ও রাজনৈতিক প্রবন্ধ প্রভৃতি বিষয়ে প্রায় তিনশ গ্রন্থ প্রকাশিত হয়েছে। এ ছাড়া ‘সিরিজ সম্পাদক’ হিসেবে সম্পাদনা করেছেন- গণহত্যা-নির্যাতন নির্ঘণ্ট গ্রন্থমালা, গণহত্যা, বধ্যভূমি ও গণকবর : জেলা জরিপ, ঢাকা গ্রন্থমালা, গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস ঐতিহ্য গ্রন্থমালা প্রভৃতি। বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ও জ্ঞানের জগতে তাঁর রচনার গুরুত্ব অপরিসীম। সেই বিবেচনায় কথাপ্রকাশ তাঁর রচনাবলি প্রকাশের পরিকল্পনা নিয়েছে।
ইতোমধ্যে রচনাবলির পাঁচটি খণ্ড বের হয়েছে। বর্তমান খণ্ড ষষ্ঠ খণ্ড। এ খণ্ডে সংকলিত হয়েছে মুনতাসীর মামুনের ম্যাগনাম ওপাস নামে খ্যাত উনিশ শতকে বাংলাদেশের সংবাদ-সাময়িকপত্র এর প্রথম ও দ্বিতীয় খণ্ড।
আশা করি এর মধ্য দিয়ে বৃহত্তর পাঠক সমাজ তাঁর চিন্তাধারার সঙ্গে নতুন করে পরিচয় লাভ করবে।
মন্তব্য