ময়মনসিংহ গীতিকা বাংলাদেশের লােকসাহিত্যে একটি বিশেষ মর্যাদাপূর্ণ আসন অলঙ্কৃত করে আছে। ডঃ দীনেশচন্দ্র সেন সঙ্কলিত চারখণ্ডে প্রকাশিত পূর্ববঙ্গ গীতিকার প্রথম খণ্ডে যে দশটি পালাগান স্থান পেয়েছে সেগুলােই ময়মনসিংহ গীতিকা। এগুলাে তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ এলাকার বর্তমান কিশােরগঞ্জ ও নেত্রকোনা জেলার বিভিন্ন গ্রামের মানুষের মুখ থেকে সংগৃহীত। পল্লীর কবিগণের এসব অনন্য সৃষ্টি দেশে বিদেশে মনীষীবৃন্দের বিমুগ্ধ দৃষ্টি আকর্ষণ করেছিল।
এসব গীতিকা কাব্যগুণে, কবিগণের অকৃত্রিম আন্তরিকতায়, পল্লীর মানুষের বিরহ মিলনের জীবন রূপায়ণে এবং প্রেমের অনাবিল ত্যাগে সমৃদ্ধ হয়ে যে সৌরভ ছড়িয়েছিল তা আজকের দিনেও অম্লান রয়েছে। তাই অতীতের মত আজকের দিনের রসিক সমাজ এর রসাস্বাদনে পরিতৃপ্ত হতে পারেন। নিজস্ব সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে হলে এসব গীতিকার সহায়তা প্রয়ােজন। তাই নতুন আঙ্গিকে ও আলােচনায় সমৃদ্ধ করে ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হল। এতে ডঃ দীনেশচন্দ্র সেনের অনুসৃত পাঠই অনুসরণ করা হয়েছে।
বাংলাদেশের এই অমূল্য সম্পদ সকল প্রকার পাঠকের কাছে সহজলভ্য করার জন্যই এই উদ্যোগ।
আশা করি সবার কাছে বইটি সমাদৃত হবে।