Authors:
দীনেন্দ্রকুমার রায়
দীনেন্দ্রকুমার রায়-এর জন্ম ২৬ আগস্ট ১৮৬৯-এ নদীয়ার মেহেরপুরে। ১৮৮৮ খ্রিস্টাব্দে মহিষাদল হাইস্কুল থেকে প্রবেশিকা পাশ করে কৃষ্ণনগর কলেজে ভর্তি হন। ১৮৯৩ খ্রিস্টাব্দে রাজশাহী জেলা-জজের কর্মচারী নিযুক্ত হন। ১২৯৫ বঙ্গাব্দে তাঁর প্রথম রচনা ‘একটি কুসুমের মর্মকথা: প্রবাদ প্রশ্নে’ ‘ভারতী’ ও ‘বালক’ পত্রিকায় প্রকাশিত হয়। ১৮৯৮ খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষের বাংলা শিক্ষক নিযুক্ত হয়ে বরোদায় দু’বছর কাটান। ১৯০০ খ্রিস্টাব্দে ‘সাপ্তাহিক বসুমতী’ পত্রিকার সহ-সম্পাদক ও পরে সম্পাদক হন। এই সময়ে ‘নন্দনকানন’ মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন। ‘নন্দনকানন সিরিজ’ বা ‘রহস্য লহরী সিরিজ’-এ ডিটেকটিভ রবার্ট ব্লেককে ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে বাংলার কিশোরদের কাছে পরিচিত করে তিনি প্রসিদ্ধ হন। এই সিরিজের প্রকাশিত উপন্যাসের সংখ্যা ২১৭টি। প্রকাশিত অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ: ‘বাসন্তী’, ‘হামিদা’, ‘পট’, ‘অজয়সিংহের কুঠি’, ‘পল্লীচিত্র’, ‘পল্লীবৈচিত্র্য’, ‘পল্লীকথা’, ‘পল্লীচরিত্র’, ‘সেকালের স্মৃতি’, ‘ঢেঁকির কীর্তি’ প্রভৃতি। প্রয়াণ: ২৭ জুন ১৯৪৩।