রাধেয় একটি উপন্যাস, যাকে বলে ‘ফিকশন’। আরও নির্দিষ্ট করে বলতে গেলে বলতে হবে পুরাণ আশ্রিত উপন্যাস। মহাভারত অনুসরণ করে লেখা এ উপন্যাসে মুখ্য চরিত্র কর্ণ। মহাভারতে অনেকটা আড়ালে পড়ে যাওয়া কর্ণকে খুব কাছ থেকে দেখার চেষ্টা। তবে উপন্যাসের কর্ণ কেবল দেবতার পুত্র নয়, সে দোষে-গুণে একজন মানুষ। মহাভারতে যে মানুষটি নানা সময়ে নিয়তি, পিতা-মাতা, রাজবংশ কর্তৃক চালিত, উপন্যাসে সে খুঁজে ফেরে তাঁর নিজের জীবনের অর্থ। সমাজ, রাজ্য, প্রচলিত নিয়মের সঙ্গে তার যে দ্বন্দ্ব, তা ছাপিয়ে আপন ধর্ম (কর্তব্য) নিয়ে নিজের সঙ্গে লড়াই করে যাওয়া একজন মানুষের গল্প বলা হয়েছে এ উপন্যাসে। কর্ণের মতাে মানুষ প্রতি যুগেই থাকে। যে লড়ে যায় নিজের স্বপ্নের জন্য, মর্যাদা লাভের জন্য। কেউ হেরে যায়, কেউ জয়ী হয়। কর্ণ সে-সব লড়াকু মানুষের প্রতিভূ। কর্ণের সংগ্রামের মধ্যেই লুকিয়ে থাকে সর্বকালের মানুষের সংগ্রাম। নিয়মের বিরুদ্ধে যাওয়া প্রতিটি মানুষই একজন কর্ণ।