মাঝরাত।
স্কুলে যাওয়ার পথে নতুন লম্বা বিল্ডিংটার কাছে আসতেই চিৎকার শুনতে পেল রাফাত। থমকে দাঁড়াল সে। বড় পাকুড়গাছটার গা ঘেঁষে একটা লোক দাঁড়িয়ে আছেন। হাত উঁচু করে কী যেন বলছেন তিনি একা একা।
মাঝরাতে লোকটা কী বলছেন?
সম্মোহিতের মতো লোকটার কাছে গিয়ে দাঁড়াল রাফাত। হাত উঁচু করা লোকটা কথা থামিয়ে তার দিকে তাকালেন। শব্দ করে হেসে উঠে বললেন, ‘আমার নাম নবাব সিরাজউদ্দৌলা। তুমি আমাকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেও ডাকতে পারো। এটাও যদি পছন্দ না হয় তাহলে অমিতাভ বচ্চন বলতে পারো আমাকে।’ লোকটা আরও একটু হেসে বললেন, ‘তা তোমার নাম কী ফ্রেন্ড?’
‘রাফাত।’ ভয় ভয় গলায় নাম বলল রাফাত।
‘খুব সুন্দর নাম। রাফাত ফতেহ আলী খান নামে একজন ভালো গায়ক আছেন। ভালো গান গায় পাগলা।’ লোকটা মাথা একটু নিচু করলেন রাফাতের দিকে, ‘তা তুমি কি গান গাইতে পারো, রাফাত?’
‘না।’
‘কিন্তু আমি পারি।’ সোজা দাঁড়ালেন লোকটা আবার, ‘দাঁড়াও তোমাকে একটা শোনাই-একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম। ও মাইয়ারে, মাইয়ারে তুই, অপরাধী রে...।’ এটুকু গেয়েই লোকটা বেশ আনন্দ নিয়ে বললেন, ‘কী, কেমন গাইলাম? সুন্দর না?’