মানবীয় সম্পর্কের বিচিত্র বন্ধনের মূলে যেমন শব্দ, তেমনি বিশ্বচরাচরে মানুষের অস্তিত্বের মূলেও শব্দই নিয়ামক। এই নিয়ামক শক্তির অর্থময়তা ও সৌন্দর্য নিয়ে সরকার আবদুল মান্নান বহুদিন ধরে নিরন্তরভাবে কাজ করছেন। কবিতার রূপকল্প ও আত্মার অনুষঙ্গ এবং কবিতার স্থাপত্যরীতি মূলত তাঁর শব্দ নিয়ে ভাবনারই ফসল। শব্দের জগৎ সেই ভাবনার অন্য এক রূপায়ণ।
এই গ্রন্থে লেখক বিচিত্রভাবে শব্দের শক্তি উন্মোচন করতে চেষ্টা করেছেন। তিনি প্রত্যেক মানুষের ব্যক্তিগত ভাষিকজগৎ উন্মোচন থেকে শুরু করে ভাষার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক শক্তির তাৎপর্যময় পরিচয় তুলে ধরেছেন। বিশেষ করে যারা সৃষ্টিশীল মানুষ-কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, সংগীত শিল্পী-তাদের ঐশ্বর্যই হলো শব্দভাষা। তারা প্রতিনিয়ত শব্দের উপাসনা করেন। শব্দই তাদের নিত্যসঙ্গী, শব্দই তাদের পরমাত্মীয়।
সরকার আবদুল মান্নান শব্দের লৈঙ্গিক পরিচয়ও তুলে ধরেছেন। নারীর ক্ষমতায়ন ও সমমর্যাদার এই যুগে লিঙ্গ ভেদে শব্দ কিভাবে মর্যাদার প্রশ্নে আলোচিত হতে পারে, তাও তিনি গুরুত্বের সঙ্গে আলোচনা করেছেন। গভীর মননশক্তি ও প্রবল আগ্রহ না থাকলে ভাষা নিয়ে এমন অসাধারণ কাজ সম্ভব হতো না। বিশেষ করে কবিতায় শব্দ অর্থময়তার যে রূপপরিগ্রহ করে তার অসাধারণ ব্যাখ্যা উপস্থাপন করেছেন মান্নান। এ ছাড়া তিনি এমন একটি নিজস্ব গদ্যশৈলী বিনির্মাণ করেছেন যা খুবই পরিশীলিত, প্রবল গতিময় ও অভিজাত।