বাংলা নাটকের ইতিহাসে শম্ভু মিত্র একটি অনিবার্য অধ্যায়। জীবদ্দশাতেই তিনি হয়ে উঠেছিলেন কিংবদন্তি। ২৪ বছর বয়সে নিজেকে তৈরি করতে পেশাদারি থিয়েটারে যোগদান কিংবা গণনাট্য সংঘে আলোড়ন সৃষ্টিকারী ‘নবান্ন’ নাটক নির্দেশনা অথবা সব ছেড়ে মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্যকে সভাপতি করে বহুরূপী দল তৈরি— তাঁর জীবনে নানান বাঁক। বহুরূপী-ই শম্ভু মিত্রের জীবনের সবচেয়ে সৃজনশীল পর্ব। তাঁর নির্দেশনায় ‘রক্তকরবী’, ‘রাজা’, ‘পুতুলখেলা’, ‘অয়দিপাউস’ প্রমুখ প্রযোজনা আজ ইতিহাস৷ দেবতোষ ঘোষ বহুরূপীর অভিনেতা, নাট্য-আলোচক, সর্বোপরি শম্ভু মিত্রের নাট্যপ্রতিভার প্রবল অনুরাগী। শম্ভু মিত্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর দেবতোষ ঘোষ এক মূল্যবান ইতিহাস লালন করে চলেছেন পরম শ্রদ্ধায়। প্রকাশিত হল দেবতোষ ঘোষের ‘শম্ভু মিত্র শ্রীচরণেষু’। কখনও গ্রন্থ-আলোচনা, কখনও স্মৃতিচারণা, কখনও মহলার গল্প, কখনও বা তথ্যনিষ্ঠ প্রবন্ধ— এই গ্রন্থের প্রতিটি রচনায় মুখ্য চরিত্র শম্ভু মিত্র, প্রেক্ষাপট এক সৃজনশীল সংগ্রামী সময়।