সমরেশ বসুর হাতে অবশ্য প্রথম নয়, কিন্তু বাংলা সাহিত্যে দীর্ঘদিন পর লেখা হল একটি প্রকৃত অর্থে রাজনৈতিক উপন্যাস, যা পড়বার পরই শেষ হয়ে যাবে না, নতুন করে ভাবাবে, বিশেষত সেইসব পাঠকপাঠিকাদের যাঁরা বিশেষ একটি রাজনৈতিক দলের সমর্থক কিংবা কর্মী, অথবা উঁচুতলার নেতৃত্বে সমাসীন। এ শুধুই নাওয়াল নামের এক মজদুর পার্টি-ক্যাডারের আত্মানুসন্ধান নয়, এ কাহিনি যেন শুরু থেকে আজ পর্যন্ত এগিয়ে আসা এক রাজনৈতিক দলেরও ইতিহাস, বিবর্তন, গতি, লক্ষ্য এবং নীতি-কৌশলেরও প্রতিটি বাঁকের নতুন করে হিসেবনিকেশ। যে-আদর্শে একদিন চারপুরুষের মজুর হাতে-শিকল-পরা নাওয়ালরা উদ্বুদ্ধ হয়েছিল, সেই আদর্শ কি আজও অটুট? পার্টি কি হারায়নি তার চরিত্র? মজদুর কি সরে যায়নি মধ্যবিত্ত ইনটেলিজেনসিয়ার নেতৃত্বের আড়ালে? নাকি নাওয়ালই হারিয়েছে তার বিশ্বাস? তার নিজেরই চরিত্রের বদল ঘটেছে, সেইসঙ্গে ভাবনারও? এক দুর্লভ দক্ষতায়, অকৃত্রিম মমতায়, জীবন্ত ও তরতরে এক কাহিনির মধ্য দিয়ে গভীর বিশ্লেষণে এমনতর নানান প্রশ্নেরই উত্তর খুঁজেছেন সমরেশ বসু।